২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান
চতুর্থ অধ্যায় : কাজ, ক্ষমতা ও শক্তি, পঞ্চম অধ্যায় : পদার্থের অবস্থা ও চাপ- মো: গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, ঝিট্কা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ
- ১১ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : কাজ, ক্ষমতা ও শক্তি’ থেকে আরো ৫টি এবং ‘পঞ্চম অধ্যায় : পদার্থের অবস্থা ও চাপ’ থেকে ২টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
চতুর্থ অধ্যায় : কাজ, ক্ষমতা ও শক্তি
২৭। বিভব শক্তি-
i) তাপমাত্রার ওপর নির্ভর করে
ii) ভরের ওপর নির্ভর করে
iii) ভূপৃষ্ঠ থেকে উচ্চতার ওপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
২৮। কয়লা থেকে উৎপাদিত হয়-
i) আলকাতরা
ii) বেঞ্জিন iii) টলুইন
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
২৯। ফিশন বিক্রিয়া-
র) একটি শৃঙ্খল বিক্রিয়া
রর) মুহূর্তেই কোটি কোটি বিক্রিয়া সংগঠিত হয়
ররর) বিপুল পরিমাণ শক্তি নির্গত করে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
৩০। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বস্তুর-
i) গতিশক্তি বৃদ্ধি পায়
ii) বিভবশক্তি বৃদ্ধি পায়
iii) বিভবশক্তি হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i, ii ঘ) i, iii
৩১। বস্তুটির উপর কত কাজ সম্পন্ন হবে?
ক) 9.8 Joule খ) 2 Joule
গ) 4.9 Joule ঘ) 5 Joule
উত্তর : ২৭.ক, ২৮.ঘ, ২৯.ঘ, ৩০. ঘ, ৩১.খ।
পঞ্চম অধ্যায় : পদার্থের অবস্থা ও চাপ
১। ছুরির ধারালো প্রান্তের ক্ষেত্রফল হয়-
ক) খুব বেশি
খ) খুব কম
গ) খুব পুরু
ঘ) খুব লম্বা
২।1Nm-2 =?
ক) 1 kg খ) 1 Pa
গ)1 cc ঘ) 1kgms-4
উত্তর : ১.খ, ২.খ ।